The news is by your side.

নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন শাহরুখ খান

0 136

দীর্ঘ এক যুগ ইন্ডাস্ট্রিতে বাজে সময় কাটিয়ে অবশেষে বাদশাহ ফিরেছেন তার সাম্রাজ্যে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‌‘পাঠান’ বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়ে পুনরায় সিংহাসনে বসিয়েছে তাকে। সময়টা দারুণ যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের। হিন্দি চলচ্চিত্র হিসেবে গড়েছে নতুন রেকর্ড। এখন বেশ ফুরফুরে মেজাজেই আছেন বলিউড বাদশাহ। তাই নতুন লুকে চমকে দিলেন সবাইকে।

শনিবার (১ এপ্রিল) নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ, সালমান, দীপিকা, প্রিয়াঙ্কা থেকে শুরু করে বলিউডের প্রায় সব তারকাই। এদিন গৌরী খান ও ছেলে আরিয়ান, মেয়ে সুহানা মিলে একসঙ্গে যান উদ্বোধনী অনুষ্ঠানে। রেড কার্পেটে নজর কাড়েন তিনজনই। ক্রিম কালারের গাউন পরেছিলেন গৌরী। অন্যদিকে লাল রঙের শোল্ডার গাউনে রেড কার্পেটে নজর কাড়েন সুহানা খান। আরিয়ান খানের পরনে ছিল খয়েরি রঙের শেরওয়ানি। তবে তাদের সঙ্গে দেখা যায়নি শাহরুখকে। রেড কার্পেটে না দেখা গেলেও সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান।

অনুষ্ঠান থেকে কালো ব্লেজারে শাহরুখের ছবি পোস্ট করেন তার ম্যানেজার পূজা দাদলানি। সেই ছবি পুনরায় পোস্ট করেন তারকা স্টাইলিস্ট শালীনা নাথানি। তিনি লিখেছেন, ‘ডেড’। অর্থাৎ কিং খানের এই নতুন লুক দেখে মৃতপ্রায় অবস্থা তার! ছবিতে শাহরুখকে দেখা যাচ্ছে কালো ব্লেজারে। এ যেন ২৫ বছরের কোনো ছোঁকড়া! শাহরুখের এই নতুন লুক রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে বলিউডের তারকারাও প্রশংসায় ভাসাচ্ছেন কিং খানের ফিটনেসের।

শাহরুখের ছবিতে মন্তব্য করেছেন ‘পাঠান’-এর সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নিজের অনুভূতি জানিয়েছেন আনুশকা শর্মা থেকে শুরু করে, দিশা পাটানি, কিয়ারা আদভানিরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শাহরুখের নতুন লুকের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

সম্প্রতি ‘জওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কিং খান। শিগগিরই শুটিং শেষে সিনেমাটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে। তীব্র গুঞ্জন রয়েছে যে সিনেমাটি তার নির্ধারিত মুক্তির তারিখে মুক্তি না-ও পেতে পারে। তবে এ বিষয়ে এখনো মন্তব্য করেনি ‘জওয়ান’ টিম। এতে আরো অভিনয় করছেন নয়নতারা, বিজয় সেতুপাথি।

Leave A Reply

Your email address will not be published.