রাজের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি- দুদিন আগে এমন ইঙ্গিতই দিয়েছিলেন পরীমণি। রোববার বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা।
বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি। এরপর নতুন বছরের প্রথম প্রহরেই রক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানান। এরপর আরেকটি স্ট্যাটাসে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন।
তবে বিচ্ছেদ প্রসঙ্গে শুরু থেকেই চুপ রাজ। পরীকে জড়িয়ে তিনি কোনো সাড়াশব্দ না করলেও তাদের বৈবাহিক সম্পর্কে জন্ম নেওয়া পাঁচমাস বয়সী পুত্র রাজ্যকে নিয়ে নতুন বছরের প্রথমদিন একটি ছবি পোস্ট দিয়ে আবেগঘন কিছু কথা লিখেছেন রাজ। সেইসঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেনপুত্রকে কোলে তুলে হাসিমুখে ছবি দিয়ে ‘পরাণ’-খ্যাত এই নায়ক লিখেছেন, আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর এবং সামনের বছরগুলো দারুণ কাটুক। তোমার সু-স্বাস্থ্য কামনা করছি। সামনের বছরগুলো আনন্দ উল্লাসে কাটাও। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালবাসায় পূর্ণ থাকবে। তুমি যতই বড় এবং শক্তিশালী হও না কেন আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না।
সবশেষে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাজ লিখেছেন, শুভ নববর্ষ ২০২৩।