এবার ধারাবাহিকতায় কাহিনিকার হিসেবে চমক দেখাতে যাচ্ছেন নায়িকা পরীমণি। তার কাহিনি অবলম্বনে বড় একটি নির্মাণের ঘোষণা আসছে জন্মদিনের (২৪ অক্টোবর) বিশেষ উপহার হিসেবে।
নিশ্চিত হওয়া গেছে, পরীর কাহিনি ধরে ‘নতুন জন্মের গল্প’ নামের এই প্রজেক্টটির চিত্রনাট্য ও নির্মাণে আছেন রুদ্র হক।
এটা আসলে পরীমণির জন্মদিনে সবার জন্য বিশেষ চমক হিসেবে থাক। কালই (২৪ অক্টোবর) আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানাবো। আমরা চাই না, জন্মদিনের আগে চমকটি নষ্ট হোক।
এদিকে ‘নতুন জন্মের গল্প’ আসলে নাটক, সিনেমা নাকি ডকুমেন্টারি; সেটি এখনই নিশ্চিত করতে চাইছেন না কাহিনিকার ও নির্মাতা। তবে ধারণা করা হচ্ছে, এটি বায়োগ্রাফি ঘরানার কিছুই হবে। যেখানে উঠে আসবে রাজ-পরী ও রাজ্যর প্রেমময় গল্প।