The news is by your side.

নতুন করে ফিরব বলেই বিরতি নিয়েছিলাম : জেনি

0 215

নওরীন হাসান খান জেনি। ছোট পর্দায় তুমুল ব্যস্ততা কখনোই তার ছিল না। টিভিসি বা নাটকে দর্শকদের কাছে এক স্নিগ্ধতার নাম ছিলেন তিনি। সাময়িক বিরতির পর ওটিটিতে প্রথমবারের মতো কাজ করছেন জেনি। সেই বিরতি আর ফেরার গল্পই লিখেছেন এ এম রুবেল।

এক সময় বিজ্ঞাপন ও ছোটপর্দায় নিয়মিতই দেখা দিতেন জেনি। কিন্তু করোনাসহ নানা জটিলতায় দীর্ঘদিন ক্যামেরার সামনে আসেননি তিনি। অনেকেই ভেবেছিলেন হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন। অনেক গণমাধ্যম তেমনই সংবাদ প্রকাশ করেছে একাধিকবার। তবে জেনি জানালেন ভিন্ন কথা। কাজগুলো একঘেয়েমি হওয়ার কারণে সাময়িক বিরতি নিয়েছিলেন, তবে এবার দারুণ একটি গল্প পেয়ে বিরতির তকমা মুছে ফেলছেন এই অভিনেত্রী।

সমসাময়িক গল্পে ভিন্ন এক মোশাররফ করিমকে উপস্থাপন করছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। মোবারকনামা শিরোনামের এই ওয়েব সিরিজেই মোশাররফের প্রতিপক্ষ হিসেবে পর্দায় আসছেন জেনি। যেখানে সাবনিন চরিত্রে মোশাররফের সঙ্গে লড়াই করবেন তিনি। যে চরিত্রটি দেশের বাইরে থাকলেও বিশেষ ক্রিমিনাল মামলা হলে দেশে ফেরেন। ঠিক যেন তার কাজে বিরতির মতোই!

 

Leave A Reply

Your email address will not be published.