The news is by your side.

নতুনরূপে ধরা দিচ্ছেন ফোন ভূত সিনেমায়: ক্যাটরিনা

0 353

গত বছরের ৯ ডিসেম্বর ভিকি কৌশলকে বিয়ে করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ক্যাটরিনা কাইফ। বিয়ের পর কাজের ব্যস্ততা কিছুটা কমিয়েছেন এই বলিউড সেনসেশন।

এবার নতুন সিনেমার খবর দিলেন ক্যাট। মঙ্গলবার ‘ফোন ভূত’ সিনেমার পোস্টার শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর সিনেমা হলে দেখা দেবেন তিনি।

ফোন ভূত সিনেমায় ক্যাটরিনার সঙ্গে আছেন সিদ্ধার্থ চতুর্বেদী ও ঈশান খাত্তার। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে। ‘মির্জাপুর’ সিরিজখ্যাত নির্মাতা গুরমিত সিং পরিচালিত হরর-কমেডি ধাঁচের সিনেমাটির শুটিং হয়েছিল ২০২০ সালে।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির দেখা পাচ্ছে ফোন ভূত। সিনেমাটির পোস্টারে দেখা গেছে, হাতে আগুন নিয়ে খেলছেন ক্যাটরিনা। এ  সিনেমায় ভূত হয়েই দেখা দেবেন এই অভিনেত্রী।

ফোন ভূত ছাড়াও আগামীতে তাকে দেখা যাবে সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ ও বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।

Leave A Reply

Your email address will not be published.