The news is by your side.

নজর কেড়েছে সালারের নতুন ট্রেলার

0 224

অপেক্ষার পালা শেষের দিকে। ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘সালার : পার্ট ১- সিজফায়ার।‘ ইতোমধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। মুক্তির ঠিক ৩ দিন আগে প্রকাশ হলো এর দ্বিতীয় ট্রেলার।

আর ট্রেলারটি নজর কেড়েছে দর্শক অনুরাগীদের।

‘সালার’-এর অ্যাকশন ট্রেলারটি দর্শকদের খানসারের বিশাল সাম্রাজ্যের আভাস দেখিয়েছে, যা দুর্ধর্ষ শাসকদের দ্বারা শাসিত হয়ে আসছে। ভারাধা রাজা মান্নার খানসারের নিয়ন্ত্রণ দাবি করে ভয়ানক যুদ্ধে লিপ্ত হন। সালার তাঁর পাশে দাঁড়ায়, শত্রুদের সাথে লড়াই করে বন্ধুকে সিংহাসনে আরোহণ করতে সাহায্য করে।

কেজিএফের মতোই বিশাল সাম্রাজ্যের ঝলক উঠে আসে ট্রেলারে, যে সাম্রাজ্যের জন্য রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত সবাই।  রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটির দ্বিতীয় ট্রেলারের ভায়োলেন্স ছিল চোখে পড়ার মতো।

প্রভাসকে অ্যাকশন অবতারে দেখা গেলেও এবার যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ধুন্ধুমার অ্যাকশন আর ক্ষমতা গ্রহণ, বন্ধুত্ব রক্ষায় সবচেয়ে হিংস্রতম লুকেই ধরা দিয়েছেন এই অভিনেতা।

সেই সঙ্গে পৃথ্বিরাজ সুকুমারনও ছিলেন অনবদ্য। এর মাধ্যমে মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন তেলেগু অভিষেক করলেন।

ট্রেলারে দেখা মিলেছে শ্রুতি হাসান, ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডির মতো তারকাদের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালারের নির্মাতা প্রশান্ত নীল জানিয়েছেন, তার আসন্ন চলচ্চিত্র ‘সালার : পার্ট ১- সিজফায়ার’ এর পুরো গল্পটি এত দীর্ঘ যে এটি সম্পূর্ণভাবে বর্ণনা করতে দুটি চলচ্চিত্র লাগবে। কেজিএফ মূলত দুই অংশের সিনেমা ছিল না।

তবে সালার অবশ্যই দুই অংশের। এটির গল্প অনেক বিস্তৃত। এটি দুই পর্বে প্রায় ৬ ঘন্টার চলচ্চিত্র হিসেবে তৈরি করা যেতে পারে। সেই আভাস পাওয়া গেছে ট্রেলারেও।

প্রশান্ত আরো বলেছেন, ‘সালারের কাছ থেকে কেজিএফের জগত  আশা করা উচিত নয়  দর্শকদের। সালারের নিজস্ব একটি জগত রয়েছে। এটির নিজস্ব আবেগ এবং চরিত্র রয়েছে। আমি আশা করি লোকেরা সালার দেখবে এর নিজস্ব গল্পের জন্য। আমরা প্রথম দৃশ্য থেকেই সালারের নিজস্ব টোন সেট করেছি।’ ট্রেলার প্রকাশের পর সেই ধারণাই উঁকি দিচ্ছে দর্শকদের মনে।

 

Leave A Reply

Your email address will not be published.