সাংস্কৃতিক প্রতিবেদক
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক বিষয়ক উপ কমিটির সদস্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সুজন হালদারের নেতৃত্বে কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্প মাল্য করা হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – গবেষক লায়ন ড.মীজানুর রহমান, জয়দেব রায়, রোকনউদ্দিন পাঠান, কাঞ্চন মল্লিকসহ জোটের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি রফিকুল আলম বলেন, বাঙালির যেকোনো সংকট এবং সংশয়ে নজরুল সবসময়ই সোচ্চার ছিলেন। আজকের দিনের বাস্তবতায়ও নজরুল সমানভাবে প্রাসঙ্গিক।