সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ০-৩ গোলে বিধ্বস্ত হতে হয়েছে আর্জেন্টিনার কাছে। গতবারের রানার্স দলকে এবার আর ফাইনাল ল্যাপে নিয়ে যেতে পারলেন না লুকা মদরিচ । ক্যাপ্টেন ক্রোয়েশিয়াকে চোখের জলেই ছাড়তে হয়েছে মাঠ।
মাঝমাঠের এই ম্যাজিশিয়ানকে খালি হাতেই ছাড়তে হয়েছে কাতার। আরেক এলএম টেন-এর কাছেই মেনে নিয়েছেন পরাজয়। আর এই ক্রোটদের তাতাতেই প্রতি ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ইভানা নল ।
ইভানা বলেছিলেন যে, মদরিচরা জিতলে তিনি সব খুলে ফেলবেন। নগ্ন হয়েই ধরা দেবেন। কিন্তু তেমনটা আর করতে পারলেন ইভানা। দেশকে চোখের সামনে হারতে দেখেও মুখের হাসিটা যায়নি তাঁর।
ইভানা গ্যালারিতে ফ্যানদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েই কাতার ছাড়ছেন। ম্যাচের পর ইভানা এক সাক্ষাৎকারে বলেছেন, আমার মনে হয় না আর্জেন্টিনা কোনও আহামরি দল। আমাদের দিনটা ভাল ছিল না।