ইরফান খানের মেয়ের কথা মনে পড়ছে। তবে সেই রাধিকা আর আজকের রাধিকার মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। আর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার-এ মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি শিদ্দত।
আর সেই ছবির প্রচারেই হাজির হয়েছিলেন অভিনেত্রী রাধিকা মদন এবং অভিনেতা সানি কৌশল। কিন্তু অভিনেত্রী রাধিকার প্রচারকেও ছাঁপিয়ে গেছে তার পরনের পোশাক।
কাটাছেড়া পোশাক পরতেই ধেয়ে এসেছে একের পর এক অশ্লীল মন্তব্য, যদিও রাধিকা এই পোশাক খুবই পছন্দ করেছেন। অভিনেত্রী রাধিকার সেই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে শুরু হয়েছে ট্রোলিং।
আর ছবির প্রচারের জন্যই কালো রঙের ব্রালেট এর সঙ্গে হাই ওয়েস্টেড ট্রাউজার প্যান্ট পরে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী রাধিকা। কিন্তু সাংবাদিক সম্মেলনে অভিনেত্রীর এমন পোশাক দেখে তির্যক কদর্য মন্তব্য করেছেন একাংশ নেটিজেনরা।
যদি এই সমস্ত ট্রোলিংকে কোনোরকম পাত্তা দেননি অভিনেত্রী রাধিকা মদন। অন্তর্বাস নাকি বিকিনি টপ? অভিনেত্রী রাধিকার কালো ব্রালেট দেখেই চোখ ছানাবড়া নেটিজেনদেরআর তারপর থেকেই শুরু হয়েছে একাধিক নোংরা কটুক্তি, যা নিয়ে সরগরম নেট পাড়ায়। আর সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রী রাধিকা জানিয়েছেন, সবার তো নিজস্ব মতামত থাকতেই পারে।
এমনকি অভিনেত্রীর সাহসী পোশাক এবং তার লুকেরও বেশ প্রশংসা করেছেন অভিনেতা সানি। এমনকি সানি জানিয়েছেন যে, রাধিকাকে এই প্রথমবার এমন পোশাক পরতে দেখে দারুণ লেগেছিল। এমনকী তার ফ্যাশনের বেশ প্রশংসাও করেছেন তিনি।