বিনোদন ডেস্ক
নগ্নতা কিংবা পর্নোগ্রাফি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সানি লিওন। ইতিবাচক কিংবা নেতিবাচক যেকোনোভাবেই হোক; পৌঁছে গেছেন জনপ্রিয়তার শীর্ষে।
জীবন এবং শিল্পের উৎক্ষিপ্ত ঢেউয়ের দোলাচলে সানি লিওন জায়গা করে নিয়েছেন বলিউডে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সানি লিওন কাজ করছেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে।
শিশুদের নিয়ে পরিচালনা করছেন আর্ট ক্যাম্প।
পর্নোগ্রাফি, সানি লিওনের জীবনের অতীত; ফেলে আসা অধ্যায়।
রুপালি পর্দায় এখন নিজেকে উপস্থাপন করছেন যথেষ্ট শিল্পিত এবং মার্জিত ভাবেই।
সরব রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্ট্রাগ্রামে।
মালদ্বীপ সফরে গিয়ে সানি লিওন ইনস্টাগ্রামে পোস্ট করলেন বেশ কিছু ছবি।
খোলা চোখে এসব ছবিতে নগ্নতার বহিঃপ্রকাশ থাকলেও, সাগরের বুকে আঁকা সানি লিওনের নিজস্ব ক্যানভাসে পরিচয় দিয়েছেন শিল্পীসত্তার।
সৈকতের শুয়ে কখনো আকাশ দেখছেন, কখনো মেঘে ভাসার চেষ্টা করছেন, আবার কখনো বা খেলা করছেন সাগরের উৎক্ষিপ্ত ঢেউয়ের সঙ্গে।
এ যেন বহুমাত্রিক প্রতিভার অনন্য বহিঃপ্রকাশ সানি লিওনের।