ঢালিউড নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেনের ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন।
জানা গেছে, নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি নির্মাণ করায় শাকিব খানকে জরিমানা করা হয়েছে।
রাজউকের জোন (৪) অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন সাংবাদিকদের বলেন, সকাল থেকে নিকেতন এলাকায় অভিযান চালাচ্ছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় শাকিব খান ওরফে রানার বাড়িটি নকশা না মেনে নির্মাণ করা হয়েছে বলে দেখা গেছে। ওই বাড়ির ছাদটি নকশা মেনে করা হয়নি। এ কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।