The news is by your side.

 ‘ধুম ৪’: আমির খান নাকি বৃদ্ধ, তাই রণবীর ?

0 104

আমির নাকি রণবীর! আমির খান নাকি বৃদ্ধ হয়ে গিয়েছেন! প্রযোজক আদিত্য চোপড়ার তাই তাঁর উপর থেকে নাকি মন উঠে গিয়েছে। খবর, এই একটি কারণেই ধুম ফ্র্যাঞ্চাইজিতে আর দেখা যাবে না তাঁকে। আদির নাকি পছন্দ রণবীর কাপুর অথবা রণবীর সিং। বলিউড বলছে, খুব শিগগিরিই ধুম ৪-এর শ্যুট শুরু হবে। এখন দুই রণবীরের মধ্যে কার ভাগ্যে শিঁকে ছিড়বে?

জাহ্নবীর রামচরণ লাভ!

বুচি বাবু সানার আগামী ছবি গেম চেঞ্জার নাকি অনেক কিছু বদলে দিচ্ছে? ছবিতে নায়ক রামচরণ। নায়িকার ভূমিকায় নাকি দর্শক দেখবেন জাহ্নবী কাপুরকে। ঘটনা না রটনা, সেটা এখনও কেউ জানে না। তবে ছবির গান সুর করা শুরু করে দিয়েছেন এআর রহমান। খবর সত্যি হলে এটি শ্রীদেবী-কন্যার দ্বিতীয় তেলুগু ছবি।

কেন নারী-সাজ ‘পুষ্পা’র?

‘পুষ্পা ২’-এর ছবির গল্প ফাঁস! সিক্যুয়েলে নাকি শ্রীভল্লি ওরফে রশ্মিকা মন্দানা মারা যাবেন। তার শোধ নিতে নারীর বেশ ধরবেন অল্লু অর্জুন। পোস্টারে যেমন ভাবে তাঁকে দেখা গিয়েছে। আবার এও শোনা যাচ্ছে, ‘পুষ্পা’ চিত্রনাট্য মেনে গঙ্গাম্মা তাল্লি যাত্রায় অংশ নেবে। এক সপ্তাহ ধরে জাঠরা এই যাত্রায় অংশ নেন। যেখানে শেষ দিন পুরুষরা মহিলাদের সাজে সাজেন।

রিয়া কটাক্ষের শিকার

জাতীয় স্তরের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ়’-এর গ্যাং লিডার রিয়া চক্রবর্তী। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ঝলক। প্রথম ঝলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রিয়া। ভাইরাল সেই ভিডিয়োয় তাঁর প্রশ্ন, ‘‘কী ভেবেছিলেন? আমি ভয় পেয়ে যাব? আর ফিরব না?’’ অভিনেত্রীর সেই পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা। তিনি রিয়াকে ‘বেশ্যা’র তকমা দিয়েছেন! ব্যঙ্গ করে লিখেছেন, ‘তুমি কেন ভয় পাবে? তুমি তো বেশ্যা ছিলে, আছ, আর থাকবে।’ তিনি আরও লেখেন, ‘জানতে ইচ্ছে করছে, এখন তোমার খদ্দের কারা। কোনও প্রভাবশালীই নিশ্চয়ই। তিনিই তোমায় সাহস জোগাচ্ছেন।’

রাঘবের উদযাপনের ইঙ্গিত

১০ এপ্রিল রোকা হবে। এমন গুঞ্জনে কান পাতা দায়। এদিকে ১০ এপ্রিল পার করে লন্ডন থেকে ঘরে ফিরলেন পরিণীতি চোপড়া। তা হলে কবে বিয়ে? মুম্বই বিমানবন্দরে নায়িকাকে পাপারাফজিদের প্রশ্ন। এবারেও চুপ তিনি। তবে মুখ খুলেছেন রাঘব চড্ডা। আপ দল জাতীয় দলের সম্মান পেয়েছে। এর পরেই সাংবাদিকেরা দলীয় সাংসদের মুখোমুখি হলে তিনি বলেন, ‘‘আজ আপ দল সম্মানিত। সবাই উদযাপনে যোগ দিন। উদযাপনের আরও দিন আসছে। তখন সব বিষয় নিয়ে সাক্ষাৎকার দেব।’’

‘রাউডি রাঠোর’ থেকে বাদ অক্ষয়?

অবশেষে ফ্লোরে আসছে ‘রাউডি রাঠোর’। আগামী দু’মাসের মধ্যে শ্যুট শুরু হবে। এখানেই শেষ নয়। খবর, ছবির মুখ্য অভিনেতা নাকি বদলে যাচ্ছেন। প্রযোজক সোবিনা খান অক্ষয় কুমারের বদলে সির্ধার্থ মালহোত্রাকে চাইছেন। খবর সত্যি হলে শেরশাহ-র পরে ফের পুলিশের পোশাক গায়ে চাপাবেন অভিনেতা। যদিও তাঁকে রোহিত শেট্টির সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এও মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে। সেখানেও তিনি প্রশাসনিক।

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.