The news is by your side.

ধুনুচি নাচে মাতলেন সুস্মিতা সেন

0 173

পুজার কয়েকটা দিন সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দে গা ভাসান তারকারও। সে তালিকায় বাদ যান না বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনও। এমনিতে সারা বছর ব্যস্ততার কারণে কলকাতায় না যেতে পারলেও পুজার সময় যেন মনেপ্রাণেই খাঁটি বাঙালি হয়ে ওঠেন তিনি। আর তাইতো মুম্বাইয়ের বান্দ্রা এলাকার পুজা মণ্ডপে সপরিবারে হাজির হয়ে কোমরে শাড়ি বেঁধে ধুনুচি নাচে মেতে উঠলেন সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরী।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বাবা-মা, দুই মেয়েকে নিয়ে মুম্বাইয়ের নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা। এসময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি। প্রথমে মণ্ডপের ভেতরে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করেন তিনি। সেখানে বসে কিছুক্ষণ পূজা দেখেন। তারপরই অভিনেত্রীকে ধুনুচি হাতে নাচতে দেখা যায়।

পুজামণ্ডপে এসে সুস্মিতা বলেন, ‘এ বছরের পুজোটা বড্ড স্পেশাল আমার কাছে। কারণ, এই প্রথম বার আমরা পুরো পরিবার একসঙ্গে রয়েছি। আর দুর্গাপুজোর এই সময়টা আমার কাছে ভীষণ আনন্দের। মা বাপের বাড়ি আসেন, আমরা উদ‌যাপন করি।’

চিরকাল নিজের শর্তে জীবন কাটাতে ভালবাসেন। ২৫ বছর বয়সেই এক শিশুকন্যাকে দত্তক নিয়ে ‘সিঙ্গেল মাদার হন তিনি। মেয়ের নাম রাখেন রেনে। তার কয়েক বছর পর দত্তক নেন ছোটমেয়ে আলিশাকে।

কিছুদিন আগে ‘তালি’ সিরিজে মুম্বাইয়ের ট্রান্সজেন্ডার কর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন সুস্মিতা। এবার তার ‘আরিয়া ৩’ মুক্তির অপেক্ষায়। নভেম্বর মাসের ৩ নভেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে সিরিজটি।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.