ধানমণ্ডিতে লেকে ভাসছিল শিশুর লাশ। আজ সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। শিশুটির নাম ও পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ১২ বছর হতে পারে এবং তার পরনে ছিল জিন্সের প্যান্ট।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিন কাসেম বলেন, শনিবার খবর পেয়ে সকালে ৭ নম্বর রোডের পাশে লেক থেকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকাল ৭টায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শিশুর মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়, কালো শার্ট ও জুতা খুলে রেখে লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃত শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।