The news is by your side.

ধর্ম পালন হচ্ছে ব্যক্তিগত এবং আধ্যাত্মিক এক যাত্রা

0 145

 

আজাদুল হক

ইসলাম শান্তির ধর্ম। তবে ইসলামের আসল অর্থ মনে হয় শান্তি নয়। তা হল আল্লাহর কাছে নিঃশর্ত এবং সম্পূর্ন আত্মসমর্পন। এই আত্মসমর্পন করতে পারলেই আসবে শান্তি। সেভাবে অবশ্যই বলা যায় ইসলাম শান্তির ধর্ম।

ধর্ম নিয়ে এক কলম লিখতেই দ্বিধা লাগে, কারন ধর্ম নিয়ে প্রত্যেকের একটা নিজস্ব মতামত থাকে। এর বাইরে কিছু চিন্তা করা সহজ নয়। সেই ভাবে ভাবলে, ধর্ম ব্যক্তিগত ব্যাপার। ইসলাম মানে আল্লাহর সাথে আমাদের ব্যক্তিগত বোঝাপড়া। এখানে অন্য কারো মতামত কোন কাজে আসবে না।

তবে আমরা কেউ কেউ মনে করি শুধু নিজে ভালো মুসলিম হলেই হবে না, সাথে অন্য সবাইকেও হতে হবে। সমস্যাটা সেখানেই। ইসলামে কোন বাধ্যতা নেই (সুরা বাকারা, আয়াত ২৫৬)। এছাড়া যার যার ধর্ম তার তার কাছে (সুরা কাফেরুন, আয়াত ৬)। কোরআন মেনে চললে, রসুল (সঃ)এর জীবনাদর্শ মেনে চললে, এই বাধ্য বাধকতা আর থাকে না, জীবনটা সহজ হয়ে যায়, ইসলাম পালনটা শান্তিপূর্ন হয়ে যায়।

রোজার মাস শুরু হল। কেউ রোজা না রাখলেই আমাদের তার প্রতি চোখ সরু হয়ে যায়, বাকা চোখে দেখি। অথচ আমরা জানি না তার কোন শারিরীক অসুস্থতা আছে কিনা। এমনকি মানসিক অস্থিরতাও থাকতে পারে। রোজা রাখা, না রাখা, নামাজ পড়া না পড়া সম্পূর্ন তার নিজস্ব ব্যাপার। সে ভালো কিছু করলে সেই পুরস্কৃত হবে। সে খারাপ কিছু করলে, সেই শাস্তি পাবে। সেই পুরস্কারের বা শাস্তির ভাগ আর কেউ পাবে না।

আমরা তাই আমাদের নিজেদের চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকলেই ভালো না?

যেহেতু এই ধর্ম পালন হচ্ছে ব্যক্তিগত, এবং আধ্যাত্মিক এক যাত্রা এবং শুধুমাত্র আল্লাহর জন্য, এই যাত্রার ছবি, খবর সামাজিকভাবে প্রদর্শন না করলেই বোধহয় ভালো, তাই না? ধরুন আপনি একজনকে ভালোবাসেন। আপনি কি তার সাথে কি

কথা হল, কি ছবি তুললেন সবকিছু জনসম্মুখে প্রদর্শন করবেন? এতে কি আপনার ভালোবাসার মানুষকে অপমান করলেন না সম্মান করলেন?

তাহলে আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক তা জনসম্মুখে প্রকাশ করার প্রয়োজন আছে কি? কেউ কেউ এমনকি ওমরাহ বা হজ্জ্ব করতে গিয়েও কাবার সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন, মক্কা, মদিনায় বুলেট ট্রেনে যাওয়া আসার ছবি তোলেন, হারাম শরিফের পাশে ফাইভ স্টার হোটেলের প্রচুর খাবার দাবারের ছবি তোলেন এবং সবকিছু সোশ্যাল মিডিয়াতে দেন!

অথচ যার দাওয়াতে, যার ঘরে গিয়েছেন তার সাথে কি কথা হল, প্রথম যাওয়াতে কি রকম অনুভুতি হল তা নিয়ে কোন বর্ননা নেই!!

বিক্ষিপ্ত এই চিন্তা ভাবনাগুলো আমার একান্তই নিজস্ব। আশাকরি এতে কেউ মনঃক্ষুন্ন হন নি।

 

Leave A Reply

Your email address will not be published.