আগামী সপ্তাহে ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেশটিতে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া সম্প্রতি পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও বিতর্কিত জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) নিয়েও কথা বলবেন তিনি।
শুক্রবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।
ভিডিও কলের কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওই উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা।
সিএএ এবং এনআরসি নিয়ে ভারত জুড়ে যে বিক্ষোভ আন্দোলন চলছে সে বিষয়েও সম্পূর্ণ অবগত আমেরিকা এবং তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্নও আমেরিকা তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে ভারতীয় ঐতিহ্যের প্রসঙ্গ তুলে নিজের একান্ত মতামত জানাবেন। ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ নিয়েও বসবেন এবং এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলবেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সার্বজনীন মূল্যবোধ, আইনের শাসনের প্রতি আমাদের পুরোপুরি আস্থা রয়েছে। আমরা ভারতকে তাদের ঐতিহ্য ধরে রাখতে উৎসাহিত করব। মার্কিন প্রেসিডেন্ট একথাও মনে করিয়ে দেবেন যে, গোটা বিশ্ব চায় ভারত তার গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি শ্রদ্ধা রেখে চলুক।