নগর প্রতিবেদক
ধর্মীয় মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুর রহমান খান।
আজ রাজধানীর উত্তরায় ১০ সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের চতুর্থ ও পঞ্চম তলার সম্প্রসারিত কাজের উদ্বোধন শেষে ধর্ম প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি এ সময় উপস্থিত ছিলেন।
মসজিদ কমপ্লেক্স এ মুসল্লিদের নামাজ আদায়ের পাশাপাশি মসজিদ সংলগ্ন এলাকায় শিশুদের খেলার মাঠ, এলাকার বাসিন্দাদের জন্য ওয়াক ওয়ে নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মকপ্রতিশ্রুতি ব্যক্ত করেন ধর্ম প্রতিমন্ত্রী।
উত্তরা ১০ নম্বর সেক্টরকে নতুন করে ঢেলে সাজানোর সহ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি। পরে ধর্মপ্রতিমন্ত্রী জুম্মার নামাজ আদায় করেন।