The news is by your side.

দয়া করে, আমার অনুমতি ছাড়া আর কোনো নিউজ করবেন না : প্রভা

0 140

ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন।  কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েই খবর প্রকাশ করতে দেখা যায়। সেসব খবরের অধিকাংশই থাকে চটকদার শিরোনাম। অধিকাংশ ক্ষেত্রেই অভিনেত্রীর কোনো মতামত বা মন্তব্য না নিয়ে সব খবর প্রকাশিত হয়। ফলে ক্রমাগত বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি। তাই এবার সেইসব চটকদার খবর ও শিরোনাম প্রকাশের বিরুদ্ধে হুশিয়ারি দিলেন প্রভা ।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা বললেন— ‘গত ১০ বছর ধরে কিছু মিথ্যা খবর দ্বারা আমি প্রভাবিত। এক পর্যায়ে যখন দেখলাম, বিষয়টি কোনোভাবেই সমাধান করতে পারছি না, তখন আপনাদের সঙ্গে আমার দূরত্ব আরো বেড়ে যায়। এখন আপনারা আমাকে মুঠোফোনে পান না। কিন্তু ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করি, স্ট্যাটাস দিই তখন আপনারা সেটা নিয়েও নিউজ করেন।’

প্রভাকে নিয়ে অসংখ্য মিথ্যা নিউজ প্রকাশ করা হয়েছে উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি ভাবতাম, বিনোদন জগতে আছি আপনিও আমাকে আপনার বোনের মতো দেখেন। কারণ আমরা একই পরিবার। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি। আপনাদের মাথায় কাজ করে না যে, আপনার বোন যদি এই সেক্টরে কাজ করতেন তা হলে তাকে আপনি আগলে রাখতেন। কিন্তু আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। যাইহোক, মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত।’

প্রভা চান না তার অনুমতি ছাড়া আর কোনো খবর প্রকাশিত হোক। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি চাচ্ছি না আমার অনুমতি ছাড়া আপনারা আর কোনো নিউজ করুন। আমার সঙ্গে ফোনে যদি আপনাদের যোগাযোগ হয়, আমি যদি অনুমতি দিই শুধুমাত্র তখনই আপনারা আমার নিউজ প্রকাশ করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘দয়া করে, আমার অনুমতি ছাড়া আর কখনো আমার নিউজ করবেন না। প্রচারে আমি একদমই কমফোর্টেবল নই। আমার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যতটুকু তথ্য দেই তার মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি এর চেয়ে আরো বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাই না। অধিকাংশ সময় আপনারা মিথ্যাটাই প্রকাশ করেন। আর মানুষ সেটাই বিশ্বাস করে। এরপরও যদি এভাবে নিউজ করেন তাহলে হয়তো আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাই আবারও বলছি, আমার কোনো নিউজের প্রয়োজন নেই। আমার যারা গুড উইশার আছেন তারা অন্তত মিথ্যা তথ্য জানুক। আমার কোনো কিছু জানানোর প্রয়োজন থাকলে আমার ভক্তদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানিয়ে দেব। আপনারা আপনাদের মতো করে ভালো থাকুন, আর আমাকে আমার মতো করে ভালো থাকার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।’

80%
Awesome
  • Design

Leave A Reply

Your email address will not be published.