চিনের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ বাড়ছে সংখ্যা বাড়ছে দ্রুত হারে। গত দু’বছরে সে দেশে কখনও সে দেশে পরিস্থিতির এমন অবনতি হয়নি। ফলে প্রশ্ন উঠছে, শি চিনফিং সরকারের ‘কোভিড-শূন্য’ রণকৌশল নিয়ে। এই পরিস্থিতিতে রবিবার চিনের তৃতীয় বৃহত্তম শহর সাংহাইয়ের অর্ধেক অঞ্চল জুড়ে জারি করা হয়েছে প্রথম দফার লকডাউন।
অতিমারি-পর্বের গোড়া থেকেই ‘জিরো কোভিড’ নীতি নিয়ে চলা চিনের বেশির ভাগ শহরেই ইতিমধ্যেই করোনা সংক্রান্ত নানা বিধিনিষেধ জারি হয়েছে। সাংহাইয়ের স্থানীয় প্রশাসন রবিবার রাতে জানিয়েছে, শহর জুড়ে গণ পরীক্ষা শুরু হওয়ার সাংহাইয়ের অন্তর্গত পুডং আর্থিক জেলা এবং আশেপাশের অঞ্চলগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লকডাউন জারি থাকবে। দ্বিতীয় ধাপে, সাংহাইয়ে মাঝ দিয়ে বয়ে চলা হুয়াংপু নদীর পশ্চিমে বিস্তীর্ণ ঘনবসতিপূর্ণ ডাউনটাউন এলাকায় শুরু হবে পাঁচ দিনের লকডাউন।