মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসি। এমন খবর পাওয়ার পর থেকেই বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবল জগত।
এবার তো মায়ামির হয়ে অভিষেক হওয়ার পর মেসির পায়ের জাদুতে বুঁদ হয়ে গেছে দেশটির সর্বস্তরের মানুষ। মেসির জার্সি বিক্রিতে হিড়িক পড়ে গেছে দুই ম্যাচের পারফরম্যান্সের পরই। মেসির জার্সি পাওয়াই যাচ্ছে না কোনো দোকানে। দোকানিরা হিমশিম খাচ্ছেন জার্সির সরবরাহ করতেই। নগদ টাকা দিয়েই পাওয়া যাচ্ছে না এলএম টেনের জার্সি। আপাতত অগ্রিম বিক্রি করা হচ্ছে মেসির জার্সি, যা আগতামী অক্টোবরে গ্রাহকদের হাতে পৌঁছাবে।
মেসির ক্লাবে আসার খবরের পর থেকেই মায়ামির জার্সি বিক্রি বেড়ে গেছে প্রায় ২৫ গুণ। ‘দ্য হার্টবিট কিট’ নামে মায়ামির হোম জার্সি বাজারে আসার পরপরই শেষ হয়ে গেছে। এই মুহুর্তে তাদের কাছে মেসির কোনো জার্সিই অবশিষ্ট নেই। অনলাইন শপে মেসির আসল জার্সি বিক্রি হচ্ছে অগ্রিম।
মেসির জার্সির তুমুল চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। সাধারণত কনো জার্সি অর্ডারের পর ছয় মাস সময় লাগে তা বাজারে আসতে। তবে অ্যাডিডাস চেষ্টা করে যাচ্ছে মেসির জার্সি যত দ্রুত সম্ভব বাজারে আনার।
মেসির প্রতিটি জার্সি বিক্রি হচ্ছে ১৬০ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ হাজার টাকা। অগ্রিম বিক্রিত জার্সিগুলো অক্টোবরে গ্রাহকদের হাতে পৌঁছাতে পারবে বলেই ধারণা করা হচ্ছে।