The news is by your side.

দ্বিতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ

0 116

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। গত শুক্রবার ক্যামেরন ও তার স্বামী বেনজি ম্যাডেন এক ইনস্টাগ্রাম পোস্টে দ্বিতীয় সন্তানের মা-বাবা হওয়ার ঘোষণা দেন। কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের মা হয়েছেন ‘চার্লিস অ্যাঞ্জেলস’ অভিনেত্রী।

সংসারে নতুন অতিথির আগমনের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে তারা লিখেছেন, ‘আমরা পুত্রসন্তানের মা-বাবা হয়েছি। কারদিনাল ম্যাডেনের আগমনের ঘোষণা দিতে খুবই রোমাঞ্চিত বোধ করছি। সে দারুণ, ওকে পেয়ে আমরা খুব খুশি। সন্তানের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার কথা মাথায় রেখে আমরা ওর ছবি দিচ্ছি না।’

তবে ডিয়াজ কবে সন্তানের জন্ম দিয়েছেন, তা অবশ্য উল্লেখ করেননি এই তারকা দম্পতি।

১৯৯৪ সালে ‘দ্য মাস্ক’ দিয়ে ক্যারিয়ার শুরুর পর দ্রুতই খ্যাতি পান ডিয়াজ। পরের দুই দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। ‘মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং’, ‘দেয়ারস সামথিং অ্যাবাউট ম্যারি’, ‘চার্লিস অ্যাঞ্জেলেস’, ‘ভ্যানিলা স্কাই’, ‘গ্যাংস অব নিউইয়র্ক’ ইত্যাদি তার উল্লেখযোগ্য সিনেমা। ২০১৮ সালে এসে হঠাৎই হলিউডকে বিদায় জানান অভিনেত্রী।

২০১৫ সালে বেনজি ম্যাডেনকে বিয়ে করেন ডিয়াজ। এরপর ২০১৯ সালে প্রথম মা হন অভিনেত্রী।

Leave A Reply

Your email address will not be published.