The news is by your side.

দেশ ছাড়ার কথা ভাবছেন পাকিস্তানের আয়েশা ওমর

0 171

পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দেশ ছাড়ার কথা ভাবছেন অভিনেত্রী আয়েশা ওমর।

তিনি বলেন, আমি এখানে নিরাপদ বোধ করি না। আমি রাস্তায় হাঁটতে চাই, তাজা বাতাস উপভোগ করতে চাই, সাইকেল চালাতে চাই, কিন্তু কেন পারব না?

করাচিতে আমি নিরাপদ বোধ করি না আর আমার মতো আরও অনেক নারীই এটি মনে করেন বলে আমার ধারণা। খবর জিও নিউজের।

তিনি বলেন, পুরুষরা কখনই বুঝতে পারে না, পাকিস্তানি মহিলারা কী নিয়ে বেড়ে ওঠে, আপনি যতই চেষ্টা করুন না কেন। এ দেশে একজন নারী যে ভয়ের মুখোমুখি হন তা একজন পুরুষ বুঝতে পারে না।

তিনি জানান, তিনি যখন লাহোরে কলেজে পড়তেন, তখন তিনি করাচির চেয়ে সেখানে অনেক বেশি নিরাপদ বোধ করতেন এবং তিনি বাসে ভ্রমণ করতে পারতেন।

করাচিতে তার সঙ্গে কোনো অঘটন ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাকে দুইবার ছিনতাই করা হয়েছে।

অপহৃত, ধর্ষণ বা ছিনতাইয়ের ভয় ছাড়া তিনি পাকিস্তানে অবাধে হাঁটতে পারেন না। তিনি বলেন, স্বাধীনতা ও নিরাপত্তা মানুষের মৌলিক চাহিদা, যা এখানে নেই।

আয়েশা আরও বলেন, আপনি আপনার বাড়িতেও নিরাপদ না। এমনকি হয়রানি ছাড়া আমি পাকিস্তানের পার্কেও যেতে পারি না।

পাকিস্তানকে ভালোবাসেন ওমর। কারণ দেশ তাকে সবকিছু দিয়েছে। তিনি বলেন, আমি দেশকে ভালোবাসি এবং আমার যদি বসবাসের জন্য বিশ্বের যে কোনো জায়গা থেকে বেছে নেওয়ার সুযোগ থাকে, তাহলে আমি পাকিস্তানকেই বেছে নেব।

অভিনেত্রী বলেন, তার ভাই পাকিস্তান থেকে বিদেশে চলে গেছেন এবং ডেনমার্কে থাকেন এবং তার মাও দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

Leave A Reply

Your email address will not be published.