The news is by your side.

দেশে ফিরেই সাকিব বললেন, ‘ভ্রমণের সময় বাংলা সিনেমা দেখি’

0 131

সাকিব আল হাসান বিতর্কে সরব দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম। দুবাইয়ে গিয়েছিলেন সাকিব, সেখানে গিয়ে তৈরি করেন নতুন বিতর্ক। সাকিব দুবাইয়ে-এই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখনই হ্যালির ধূমকেতুর মতো ঢাকার হোটেলে দেখা দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দুবাই থেকেই ঢাকা, মাঝখানে মাত্র কয়েক ঘণ্টা। এটা অবাক করার মতোই ঘটনা বটে। ঢাকার শেরাটন হোটেলের বলরুমে সাকিব আল হাসান উদয় হলেন আকস্মিকভাবেই। শুধু তাই নয়, চলচ্চিত্র ও নাটক নিয়েও নিজের আগ্রহের কথা শেয়ার করলেন অকপটে।

সাকিব হাসান বললেন, ‘আমি যখন বিমানে ভ্রমণ করি, যখন দেশের বাইরে থাকা হয়, অবসর সময়টায় তখন বাংলা চলচ্চিত্র দেখি, বাংলা নাটক দেখি।’

মূলত ইম্প্রেস টেলিফিল্মের ওটিটি প্ল্যাটফরম আই স্ক্রিনের যাত্রা শুরু অনুষ্ঠানেই এসেছিলেন সাকিব আল হাসান।

আই স্ক্রিনের কাছে প্রত্যাশা নিয়ে সাকিব বলেন, ‘যেহেতু নতুন একটি প্ল্যাটফরম চালু হচ্ছে, আমি ভালো ভালো নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ আশা করছি আই স্ক্রিনে পাব। বাংলা ভাষার এটা সবচেয়ে বড় প্ল্যাটফরম হতে পারে, আমি শিওর যে আই স্ক্রিন অনেক ভালো করবে।’

Leave A Reply

Your email address will not be published.