The news is by your side.

দেশে ফিরল তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল

0 115

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের পাঠানো ৬১ সদস্যের উদ্ধারকারী দল ঢাকায় ফিরেছে। এতে সেনাবাহিনীর ২৪ জন ছাড়াও ফায়ার সার্ভিসের ১২ জন, বিমানবাহিনীর ক্রুর ১৪ জনসহ ১০ জন চিকিৎসক ছিলেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দিকে বিমান বাহিনীর সি-১৩০ ফ্লাইটে করে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক মৃত ও জীবিত মানুষ উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর মেডিকেল দল প্রায় ২৫০ জনকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ঔষধও প্রদান করেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তাঁবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়। উদ্ধারকারী দল ও মেডিকেল দলের কার্যক্রম এবং সফলতা দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।

80%
Awesome
  • Design

Leave A Reply

Your email address will not be published.