The news is by your side.

দেশে নাকি প্রচুর থ্রো ব্যাক চলে! পরীমণি

0 134

মা হওয়ার পর থেকে একমাত্র পুত্রসন্তানকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছেন তারকা দম্পতি অভিনেতা শরিফুল ইসলাম রাজ ও পরী। একইসঙ্গে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী। এই সময়টায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তিনি।

শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটে ফেসবুক ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করেন পরী। যেখানে নিজের লাস্যময়ী একটি ছবিতে দেখা যাচ্ছে তাকে। সুইমিং পুলের পাড়ে ভেজা খোলা চুলে অনবদ্য রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

পরী ছবির ক্যাপশনে লেখেন, দেশে নাকি প্রচুর থ্রো ব্যাক চলে! তার এই ছবিতেই বুঁদ নেটিজেনরা! মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ছবিটিতে রিয়েকশন পড়েছে ৩৮ হাজারের বেশি। তবে শুভাকাঙ্ক্ষীরা কেউ কোনো মন্তব্য করতে পারেনি সেখানে। কারণ অভিনেত্রী মন্তব্য করার অপশনটি বন্ধ রেখেছেন সাময়িক সময়ের জন্য।

গত ৬ ডিসেম্বর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নায়িকা লেখেন, এ ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি। ভালো থাকো ঘুমেরা আমার, পরীর সঙ্গে আবার দেখা হবে তোমার।

অভিনেত্রী একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এসব কথা লেখেন। তবে ক্যাপশনে সবশেষ তিনি আরও যুক্ত করেন, থ্রো ব্যাক ২০২০।

বাংলায় অর্থ হচ্ছে ফিরে দেখা বা স্মৃতিচারণ করা। অর্থাৎ অতীতের সুন্দর স্মৃতিগুলো ও ছবি সোশ্যালে তুলে ধরছেন তিনি।

 

 

Leave A Reply

Your email address will not be published.