The news is by your side.

দেশে ‘তুফান’-এর তাণ্ডব চলছে, প্রত্যাশা আকাশ ছুঁয়েছে

0 80

 

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সর্বাধিক সিনেমা হলে চলছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’।

দেশের ১২০টির বেশি সিনেমা হলে চলছে সিনেমাটি। মুক্তির দ্বিতীয় দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার শো বাড়িয়ে ২১টি থেকে ৪৭টি করা হয়েছে।

পরিচালক রায়হান রাফী গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, বর্তমানে সিনেমাটি ভালো অবস্থানে রয়েছে।

মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’-এর শো বাড়িয়ে ২১টি থেকে ৪৭টি করা হয়েছে। দর্শকের চাপ প্রচুর।

টিজার, গান ও ট্রেলার দিয়ে দর্শকের প্রত্যাশা আকাশ ছুঁয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি। এই সিনেমায় শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলুসহ অনেকেই।

‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

 

Leave A Reply

Your email address will not be published.