আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পণ্যমূল্য কমতে শুরু করায় দেশের বাজারেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
রোববার আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
সালমান এফ রহমান বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, সেবা এবং অর্থনৈতিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিফা চুক্তির বিষয়ে প্রথম বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। সীমান্ত হাট শক্তিশালী করতে উভয় দিকেই অবকাঠামোর উন্নয়ন শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো জানান, বাংলাদেশ ব্যাংক বেশকিছু পদক্ষেপ নেয়ার ফলে শিগগিরই দেশের বাজারে ডলার সংকট অনেকাংশে কেটে যাবে। এছাড়া হুন্ডির কারণে দেশে রেমিট্যান্স কিছুটা কম আসছে এবং সরকার এটা নিয়েও কাজ করছে। স্বভাবতই হুন্ডি কমে গেলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আবারো বাড়বে।