দেশে বিয়ার উন্মুক্ত করা যায় কিনা-সেই বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে একটি সংশ্লিষ্ট সূত্র।
আলোচনা হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক।
বৈঠক সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ওয়াইন ও বিয়ার বিক্রির লাইসেন্স রয়েছে। বারে ওয়াইন নিষিদ্ধ নয়। অন্তত বিয়ার উন্মুক্ত করলে ইয়াবাসহ বিভিন্ন ভয়ঙ্কর নেশা থেকে মানুষ দূরে থাকবে। এ কারণে বিয়ার উন্মুক্ত করা যায় কিনা তা নিয়ে ভাবা প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ধর্মীয়ভাবে বিষয়টি কোনো পক্ষ নেতিবাচক দৃষ্টিতে নিতে পারে। সে কারণে সাবধানতার সঙ্গে আইনশৃঙ্খলা কমিটি বিষয়টি বিবেচনা করবে।
বিয়ার উন্মুক্ত করলে ইয়াবাসহ ভয়ঙ্কর নেশা থেকে মানুষ সরে আসবে বলে বৈঠকে কেউ কেউ মন্তব্য করেন বলেও জানিয়েছে সূত্রটি।