The news is by your side.

দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে, নেতাকর্মীদের সজাগ থাকতে হবে: শেখ হাসিনা

0 120

দেশের অর্জনগুলো নস্যাৎ করতে দেশিবিদেশি গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যাতে জনগণের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারেসে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, নজর দিতে হবে।

বুধবার গণভবনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন তিনি।

ষড়যন্ত্রের বিষয়ে শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে বা জাতির পিতাকে হত্যা করেছে; জাতীয় আন্তর্জাতিক পর্যায় থেকে একটা গভীর ষড়যন্ত্র চলতেই থাকবে। যেন আমাদের অর্জনগুলো নস্যাৎ হয়ে যায়। ব্যাপারে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগই একমাত্র দেশের মানুষের কল্যাণের চিন্তা করে উল্লেখ করে তিনি বলেন, বাকিরা লুটেরার দল। তারা দেশের মানুষের কল্যাণের চিন্তা করে না। সেটি মাথায় রেখে ওই সন্ত্রাসী দল, খুনির দল, যুদ্ধাপরাধীদের দলতারা যেন আর মানুষের ভাগ্য ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সবাইকে নজর দেওয়ার অনুরোধ জানাই।

Leave A Reply

Your email address will not be published.