গোপালগঞ্জ প্রতিনিধি
জাতির পিতার স্বপ্নে গড়া বাংলাদেশ নিয়ে আজও যারা ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত তাদের বিরুদ্ধে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জোট নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে নাট্য ও চলচ্চিত্র শিল্পীদের শ্রদ্ধা নিবেদন করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন, লায়ন মীজানুর রহমান, জয়দেব রায়, রাজ সরকার, সহ কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ।