The news is by your side.

দেশকে বাঁচাতে জীবন বাজি রাখলেন শাহরুখ-দীপিকা!

বিতর্কের গণ্ডি পেরিয়ে কী দর্শকের মন জয় করতে পারবেন শাহরুখ-দীপিকা?

0 149

 

মুক্তি পেল ‘পাঠান’ ছবির ট্রেলার। মোশন পোস্টার শেয়ার করে আজ ট্রেলার মুক্তির খবর শেয়ার করেছিলেন খোদ কিং খান। কথামতো সকাল ১১টায় মুক্তি পেল যশরাজ ফিল্ম প্রযোজিত ছবির ট্রেলার।

এক সন্ত্রাসবাদী সংস্থার অন্যতম প্রধান জন আব্রাহাম। ভারতের উপর হামলার ছক সেই সংস্থার। হামলার আঁচ পেয়েই তা ঠেকাতে তৎপর ভারত। সন্ত্রাসবাদীদের চক্রান্ত বানচাল করতে শাহরুখ খান ওরফে ‘পাঠান’-এর শরণাপন্ন ডিম্পল কাপাড়িয়ার দল। ডিম্পলের কথায়, ‘‘পাঠানের বনবাসের মেয়াদ ফুরিয়েছে।’’ বলা মাত্রই পর্দায় প্রবেশ বাদশার।

‘‘পাঠানের বাড়িতে পার্টি রাখলে, আতিথেয়তা করতে তো পাঠান আসবেই।’’ প্রথম সংলাপেই ছক্কা শাহরুখের। সঙ্গতে দুর্ধর্ষ কিছু অ্যাকশন দৃশ্য। কোথাও আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছেন শাহরুখ, কোথাও হেলিকপ্টারে চড়েই শত্রুনিধন। কোথাও আবার প্যারশুট থেকেই দিব্যি গুলির জবাব দিচ্ছেন তিনি।

অ্যান্টি-হিরোর ভূমিকায় প্রায় পরিচিত অবতারেই জন আব্রাহাম। তবে শাহরুখের বিপরীতে এই প্রথম কাজ তাঁর। ট্রেলারে অ্যাকশন দৃশ্যের কয়েক ঝলকে বেশ পরিণত তিনি। পাঠানের সঙ্গে তাঁর অ্যাকশন দৃশ্য দেখতে মুখিয়ে থাকবেন দর্শক।

তবে মুখ্য চরিত্রের মধ্যে কিছুটা হতাশ করেছেন দীপিকা পাড়ুকোন। ‘বেশরম রং’ গানে সমাজমাধ্যমে ঝড় তুললেও ‘পাঠান’-এর ট্রেলারে বেশ ফ্যাকাসে দীপিকা। সংলাপ থেকে পর্দায় উপস্থিতি— কোনও ক্ষেত্রেই তেমন মন টানতে পারেননি অভিনেত্রী।

বরং নজরে পড়েছেন ডিম্পল। তাঁর স্যুট-বুট পরিহিত ‘বস লেডি’ অবতার বেশ নজরকাড়া।

চোখে পড়েছে ভিএফএক্সের ব্যবহারও। তবে ছবিতে তা কতটা বিশ্বাসযোগ্য লাগবে, ‘পাঠান’-এর ট্রেলার দেখার পর, তা নিয়ে কিছুটা খুঁতখুঁতানি থেকেই যায়।

২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্স’-এর বহুচর্চিত ছবি ‘পাঠান’। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। একাধিক বিতর্কে ইতিমধ্যেই জর্জরিত ‘পাঠান’।

 

Leave A Reply

Your email address will not be published.