The news is by your side.

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকে পড়েছেন দেড় শতাধিক পর্যটক

0 219

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। আবহাওয়া অফিস ৩নং সতর্ক সংকেত দেওয়ায় এবং বৈরী আবহাওয়াতে সাগর উত্তাল থাকায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। ফলে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনও জাহাজ না যাওয়ায় কমপক্ষে দেড় শতাধিক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী জানিয়েছেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনও জাহাজ সেন্টমার্টিনে যেতে দেওয়া হয়নি। এমনকি সব ধরনের স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছি। এ কারণে সেন্টমার্টিন ভ্রমণে আসা প্রায় দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

ইউএনও আরও জানান, দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.