The news is by your side.

দুবাইয়ে বিশেষ বন্ধুর সঙ্গে অজয়-কন্যা নায়সার বর্ষবরণের উদ্দাম পার্টি

0 131

পরনে ছোট্ট কালো পোশাক। হালকা মেক আপ। কাছের বন্ধু ওরহান অবত্রমানীকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নায়সা।

বর্ষবরণ উদ্‌যাপন করতে বাড়ি থেকে নায়সা পাড়ি দিয়েছিলেন সুদূর দুবাই। সম্প্রতি ইনস্টাগ্রামে নায়সার সঙ্গে ওরহানের একটি ছবি ছড়িয়ে পড়ে।

সাধারণত নায়সা এবং ওরহান যখন একসঙ্গে কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকেন, বেশির ভাগ সময় সেই অনুষ্ঠানে তারকা সন্তানদের দেখা যায়। কিন্তু বর্ষবরণের পার্টিতে নায়সা এবং ওরহানের সঙ্গে বলিপাড়ার বিখ্যাত তারকাদের দেখা যায়নি। বরং তাঁদের ঘনিষ্ঠ কয়েক জন বন্ধুবান্ধবের সঙ্গে দেখা গেল।

 

নাচ-গান এবং সুরাপানে মজেছিলেন নায়সার বন্ধুবান্ধবরা। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য পার্টিতে মেজাজে ছিলেন সকলে।

বর্ষবরণের ওই পার্টির আরও কিছু মুহূর্ত ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে। নায়সা এবং ওরহানের বন্ধুরা কখনও একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন, কখনও বা একে অপরের গালে চুমু খাচ্ছেন।

নায়সা এবং তাঁর বন্ধুবান্ধবদের অন্তরঙ্গ ছবি সমাজমাধ্যমে প্রকাশ পেতেই আবার চর্চায় চলে আসেন অজয়-কন্যা। পরিবার থেকে দূরে বন্ধুবান্ধবদের নিয়ে মেতে রয়েছেন দেখে নেটব্যবহারকারীদের কটাক্ষের শিকার হন তিনি।

নায়সার পোশাক নিয়েও কুমন্তব্যের ঝড় বয়ে যায় সমাজমাধ্যমে। নায়সার অনুরাগীরা তাঁকে দেখে প্রশংসায় মুখর হয়ে উঠলেও নেটব্যবহারকারীর একাংশের দাবি, নায়সাকে এই সাহসী পোশাকে একটুও মানাচ্ছে না।

শুধু বর্ষবরণের পার্টিতেই নয়, বড়দিন উপলক্ষেও ওরহানের সঙ্গে দেখা গিয়েছিল নায়সাকে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন নায়সা এবং ওরহান। রাস্তায় মানুষের ঢল থাকলেও তার মধ্যে দিয়ে হাত ধরে হেঁটে যাচ্ছিলেন দু’জনে।

সমাজকর্মী তথা অ্যানিমেশন শিল্পী ওরহানের সঙ্গে নায়সার এত মেলামেশা ইদানীং বেশ ‘চোখে লাগছে’ বলে মত একাংশের। তাঁরা শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক থাকতেই পারে না, ১৮ বছর বয়স হতে না হতে নায়সা এমন ‘বিপথে’ যাচ্ছেন কী ভাবে— তা নিয়ে হামেশাই ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় নেটব্যবহারকারীদের।

তবে বলিপাড়ায় কানাঘুষো শুনতে পাওয়া যায় যে, শ্রীদেবীর কন্যা জাহ্নবীর সঙ্গে প্রেম করেন ওরহান। নায়সার ছোটবেলার বন্ধু তিনি। তাই দুই বন্ধুকে বেশির ভাগ সময় একসঙ্গে দেখা যায়।

সম্প্রতি নায়সা তাঁর ভোলবদল করিয়েছেন। পোশাকেও পরিবর্তন লক্ষ করা গিয়েছে তাঁর। তা নিয়ে বলিপাড়ায় রব উঠেছে যে খুব শীঘ্রই বাবা-মায়ের পথ অনুসরণ করে বলিউডে কেরিয়ার শুরু করতে চলেছেন নায়সা। তাই এত আয়োজন, এত বদল।

তবে নায়সাকে কবে বড় পর্দায় দেখা যাবে সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অজয় এবং কাজল দু’জনেই। কাজলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘আমি এবং অজয় ওকে কোনও কিছুতেই জোর করি না। এখন নিজের জীবন উপভোগ করুক নায়সা।’’

এই মুহূর্তে সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করছেন নায়সা। এর মাঝেই বার বার ইনস্টাগ্রামের পাতায় ধরা পড়েছেন তিনি। কখনও তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর ছবি, কখনও বা তাঁর নিজস্বী। কোনও ছবিতে অভিনয় না করেই নিজের অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন নায়সা। অজয় এবং কাজলের কন্যাকে বড় পর্দায় দেখতে পাওয়ার আশায় দিন গুনছেন দর্শক।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.