দুই দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় অবতরণ করেন তিনি।
ঢাকা সফরকালে ক্যাফিয়েরো দেশটির মিশন (কনস্যুলেট) ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। ৪৫ বছরের বিরতি শেষে সোমবার বিকেলে রাজধানীর বনানীতে এই মিশন উদ্বোধন হওয়ার কথা।
এছাড়া কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়েরও সম্ভাবনা রয়েছে।