The news is by your side.

দীর্ঘ বিরতির পর আবারও কলকাতার সিনেমায় শাকিব

0 147

 

ঢালিউড কিং শাকিব খানকে ২০১৮ সালে রাজ বিশ্বাস পরিচালিত ‘নাকাব’ সিনেমায় শেষবার দেখেছিলেন কলকাতার দর্শকরা। মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। করোনা পরিস্থিতির পরে বাংলাদেশ থেকে কলকাতায় আর ফেরা হয়নি তার। তবে শোনা যাচ্ছে, পাঁচ বছর পর নাকি সেই নিরবতা ভাঙতে চলেছে শাকিবের। আগস্ট মাসে কলকাতায় যেতে পারেন শাকিব ।তখনই এসকে মুভিজের সঙ্গে মিটিংয়ে বসবেন নতুন প্রজেক্ট নিয়ে।

এর আগেও এই এসকে মুভিজ প্রযোজিত ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’ ছবিতে দেখা গেছে শাকিবকে। এবার কোন নায়িকার সঙ্গে জুটিতে দেখা যাবে শাকিবকে? ‘প্রিয়তমা’র ইধিকা পালই থাকছেন, নাকি বদলাবেন। এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে টলিউডে।

সূত্র বলছে, এখনও নায়িকা ঠিক হয়নি। গল্প নিয়ে আলোচনার করার জন্যই নাকি কলকাতায় যাচ্ছেন শাকিব। তবে সম্ভাব্য নায়িকার তালিকায় সবার আগে রয়েছে একই শহরের ইধিকার নাম। তবে এসব বিষয়ে এসকে মুভিজ কর্তৃপক্ষ বা শাকিব খান কোনো মন্তব্য করতে রাজি হননি।

Leave A Reply

Your email address will not be published.