The news is by your side.

দীপিকা- রণবীর সিংহের সংসারে ভাঙন!

0 106

 

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের পাঁচ বছরের দাম্পত্য, বিয়ের আগে বছর ছয়েকের প্রেম।

২০১৮ সালের নভেম্বর মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা দীপিকা-রণবীর। সিন্ধি ও দক্ষিণী ভারতীয় দুই ধরনের আচার মেনেই বিয়ে হয় তাঁদের। বিয়ের পর নিজেদের সমাজমাধ্যমে বিয়ের ছবিও ভাগ করে নিয়েছিলেন তাঁরা। এই মুহূর্তে দাম্পত্য জীবনে এখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন যুগলে। নিজেদের সংসারে নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত দম্পতি। কিন্তু আচমকাই যেন ছন্দপতন, বিয়ের ছবি মুছতেই শুরু জল্পনার। তবে কি সন্তান আগমনের আগেই মনোমালিন্য হল তাঁদের!

‘মেট গালা’য় অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। খানিকটা প্রচারের আলো থেকে দূরে। চর্চায় নেই দীপিকার সাজ-পোশাক সেই জায়গায় এ বছর ‘মেট গালা’য় নজর কেড়েছেন আলিয়া। নিন্দকের বলছেন প্রচারের থাকার জন্য এমনটা করেছেন অভিনেতা।

অতীতে ভিকি-কৌশল ও ক্যাটরিনা কইফের বিয়ের সময়ও নিজেদের বিয়ের ছবি পুনরায় পোস্ট করেছিলেন দীপিকা। সেই সময় অনেকেই বলেছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছেন দীপিকা। তবে কি এ বার তেমনই কিছু কৌশল করলেন ‘দীপবীর’ জুটি!

Leave A Reply

Your email address will not be published.