The news is by your side.

দীপিকার ‘বেশরম রং’ 

0 140

 

শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। এই ছবি দিয়ে চার বছর পর আবারও পর্দায় ফিরছেন ‘বলিউড বাদশা’। শেষ দুটি সিনেমা ফ্লপ হওয়ার পর অভিনয় একরকম বিরতিই নিয়েছিলেন তিনি। তবে কেবল শাহরুখ নন, দীপিকার ভক্তরাও অধীর অপেক্ষায় সিনেমাটির জন্য। কারণ, এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার হিন্দি সিনেমা করেছেন অভিনেত্রী। সঙ্গে আবারও শাহরুখ-দীপিকার জুটি। শাহরুখ-দীপিকার সেই কেমিস্ট্রির প্রথম ঝলক দেখা যাবে ১২ ডিসেম্বর! হ্যাঁ, এই দিনই মুক্তি পাবে ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’। তবে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ নতুন করে উসকে দিয়েছে দীপিকা পাড়ুকোনের একটি স্থিরচিত্র। যে ছবি দেখার পর ভক্তদের আর তর সইছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানের পোস্টার শেয়ার করে শাহরুখ খান লেখেন, ‘সময় এসে গেছে “বেশরম রং”-এর।’

‘বেশরম রং’-এ দীপিকার ফার্স্ট লুক এদিন সামনে এনেছে প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস। ছবিতে সোনালি রঙা মনোকিনিতে মোহময়ী অবতারে ধরা দিলেন ‘পাঠান’-এর লিডিং লেডি। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন দীপিকা, তার চোখের চাউনি নেশা ধরাবে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দও বলছেন, গানটি মুক্তির পর পার্টিতে পার্টিতে বাজবে ‘বেশরম রং’।

Leave A Reply

Your email address will not be published.