The news is by your side.

দীপিকার পোশাক বিতর্ক অযৌক্তিক বললেন অভিনেত্রী আশা পারেখ  

‘বেশরম রঙ’গানে গেরুয়া রঙের পোশাক বিতর্ক

0 148

ভারতীয় সিনেমায় নয়া বিতর্ক, ‘পাঠান’ সিনেমার গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক। ‘বেশরম রঙ’ শিরোনামের গানটি প্রকাশের পর থেকেই তেঁতে উঠেছে দেশটির হিন্দু সমাজ। তাদের দাবি, গেরুয়া পবিত্র রঙ। এ রঙের বিকিনি পরে দীপিকা তাদের ধর্মকে অবমাননা করেছেন।

এ কারণে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এমনকি দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট পাঠান’ এই প্রচারণা তো তুমুল বেগে চলছে।

তবে এই বিতর্ক অযৌক্তিক বলেই মনে করছেন সিনেমা অঙ্গনের মানুষেরা। তাই অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এবার তাতে সামিল হলেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ। তার মতে, সিনেমা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত হয়। এটার মধ্যে ধর্মীয় জটিলতা টেনে আনার কোনও মানে হয় না।

এক সাক্ষাৎকারে আশা পারেখ বলেছেন, ‘বলিউড ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ সিনেমাগুলো খুব একটা ব্যবসা করতে পারছে না। পরিস্থিতি এমনিতেই খারাপ, তার মধ্যে এসব বয়কট আর নিষিদ্ধের ট্রেন্ড চালু হয়েছে, এগুলো আসলে ক্ষতিকর। ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে একদম।’

দীপিকার গেরুয়া রঙের বিকিনি নিয়ে আশা পারেখের ভাষ্য, ‘সিনেমার প্রধান উদ্দেশ্য হলো বিনোদন দেওয়া। এখানে নায়িকার পরনে কী রঙের পোশাক রয়েছে, তা নিয়ে কথা বলার তো প্রয়োজন নেই।’

প্রশ্ন ছুঁড়ে দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘মানুষ সিনেমা হলে যাওয়া কমিয়ে দিচ্ছে। যদি এভাবে সিনেমাগুলো ফ্লপ হতে থাকে, তাহলে আরেকটা সিনেমা কীভাবে তৈরি হবে? মানুষের মস্তিষ্ক আসলে অকার্যকর হয়ে যাচ্ছে। তারা সংকীর্ণ মানসিকতার হয়ে যাচ্ছে, যা মোটেও ঠিক নয়।’

উল্লেখ্য, ‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমার মাধ্যমে চার বছর পর কামব্যাক করছেন শাহরুখ খান। এতে তার সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.