বলিউড তারকাদের মধ্যে যাঁরা ফিটনেস নিয়ে খুবই সচেতন, তাঁদের মধ্যে একজন হলেন দিশা পাটানি। সোশ্যাল মিডিয়ায় দিশা প্রায়ই তাঁর কঠিন ওয়ার্কআউটের ছবি বা ভিডিও পোস্ট করেন। মলাঙ্গ অভিনেত্রী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর ওয়ার্ক আউটের আরও একটি ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গেই সেই ভিডিও নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। ভিডিওতে দিশাকে জিমে লেগ প্রেস করতে দেখা যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটির প্রায় লাখখানেক ভিউ হয়ে যায়। অনুরাগী কমেন্টস সেকশনে দিশার ফিটনেসের তারিফ করতে ভোলেননি।
দিশা ইনস্টাগ্রামে তাঁর ট্রেনারের সঙ্গে ওয়ার্কআউটের ভিডিও শেয়ার করেছেন এবং ক্যাপশনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
নিজেকে ফিট রাখতে দিশা প্রচণ্ড পরিশ্রম করছেন। দিশার এই ভিডিও পছন্দ হয়েছে টাইগার শ্রফেরও। তিনিও ভিডিওতে লাইক দিয়েছেন।
দিশাকে খুব শীঘ্রই মলাঙ্গ সিনেমায় দিশাকে দেখা যাবে। সিনেমায় তাঁকে দেখা যাবে আদিত্য রায় কপূরের বিপরীতে। এছাড়াও অনিল কপূর ও কুণাল খেমুও রয়েছেন এই সিনেমায়।