সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ-হিংসায় উত্তপ্ত দরিয়াগঞ্জের থেকে মাত্র এক কিলোমিটার দূরে রামলীলা ময়দান। রবিরার দুপুরে সেখান থেকেই দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং সিএএ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মুখে পড়েছে মোদী সরকার। বিক্ষোভ-মিছিল ঘিরে হিংসায় উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশ থেকে দিল্লি দরিয়াগঞ্জ। উত্তরপ্রদেশে হিংসার জেরে নিহত হয়েছেন ১৬ জন। এই আবহে এ দিনের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী জনসভা হলেও একে ঘিরে মোদী সরকারের পক্ষে জনশক্তির প্রদর্শন করাই বিজেপি শিবিরের লক্ষ্য। বিশেষ করে এনআরসি এবং সিএএ নিয়ে যে ভাবে দেশজোড়া বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি সরকার, তাতে প্রধানমন্ত্রীর এই জনসভা আলাদ গুরুত্ব পাচ্ছে।