The news is by your side.

দিল্লির জি-২০ সম্মেলনে শি জিনপিং এর অনুপস্থিতির খবর হতাশ করলো বাইডেনকে

0 114

 

আগামী সপ্তাহে ভারতের দিল্লিতে বসছে জি-২০ শীর্ষ সম্মেলনের  আসর।দিল্লির জি-২০ সম্মেলনে  অংশ নিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

৯-১০ সেপ্টেম্বরের অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে শি না আসলেও প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। বেইজিংয়ের একাধিক সূত্রে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হতাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এই সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন বাইডেন। রবিবার সাংবাদিকদের তিনি বলেন, আমি হতাশ…  কিন্তু তার (শি জিনপিং) সঙ্গে আমার দেখা হতে যাচ্ছে।

এই দুই নেতার কবে কখন বৈঠক হবে এ বিষয়ে কিছুই স্পষ্ট না।

এর আগে প্রেসিডেন্ট শি বলেছিলেন, বৈঠকের জন্য তিনি ভারতে যাবেন। বৃহস্পতিবারের  সংবাদ সম্মেলনে তার উপস্থিতি নিশ্চিত করেনি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর ইন্দোনেশিয়ার বালিতে একটি সম্মেলনে দুইজনের শেষবার মুখোমুখি দেখা হয়েছিল।

১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত জি২০। সম্মেলনের সঙ্গে যুক্ত সূত্র জানিয়েছে, এ বছর অংশ নেওয়ার পরিকল্পনা করছেন না চীনা প্রেসিডেন্ট।

চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক গত কয়েক বছরে বেশ অবনতি হয়েছে সীমান্ত ইস্যুতে। হিমালয় অঞ্চলে সীমান্ত ঘেঁষে সামরিক অবকাঠামো স্থাপনে সেনাদের মধ্যে উত্তেজনা লেগেই আছে। অরুণাচল প্রদেশ ইস্যুতেও সম্পর্ক ফাটল ধরেছে দিল্লি-বেইজিংয়ের। সীমান্ত প্রসঙ্গে দুদেশের শীর্ষ পর্যায়ের কর্তারা কয়েক দফা আলোচনায় বসলেও খুব একটা কাজ হয়নি।

Leave A Reply

Your email address will not be published.