ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানরা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে আন্তঃকার্যকারিতা, প্রশিক্ষণ, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের এই বৈঠক বসে দিল্লিতে। সেখানেই আলোচনা হয়েছে এককাধিক প্রসঙ্গে।
বাংলাদেশের সেনাপ্রধান ভারতের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক নেতৃত্বের সঙ্গে দেখা করতে, ভারতে তিন দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন।
জেনারেল আহমেদ জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সফর শুরু করেছেন।
সফররত জেনারেলকে সাউথ ব্লক লনে গার্ড অব অনার প্রদান করা হয়। জেনারেল আহমেদ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল এপি সিং, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবের সাথেও সাক্ষাৎ করেন।
ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন (ডিডিপি) এবং আর্মি ডিজাইন ব্যুরো কর্তৃক ভারতীয় দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ইকো-সিস্টেম সম্পর্কেও তাঁকে ব্রিফ করা হয়।