লোকসভা নির্বাচনের তৃতীয় দফা ভোটের আগে ভারতের পশ্চিমবঙ্গে এসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুঙ্কার ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার দাবি, ২৩ মে লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর টের পাবেন তৃণমূলনেত্রী। প্রথম দুই দফা ভোটের পর এরই তার ঘুম হারাম হয়েছে।
প্রথম দফার প্রচারে এসে তৃণমূলনেত্রীকে বাংলার উন্নয়নের স্পিড ব্রেকার বলে সম্বোধন করেছিলেন মোদি ৷ শনিবারও দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মোদি বলেন, ‘ভোটদানের হার দেখে মমতার ঘুম উড়েছে ৷ স্পিডব্রেকার দিদির ঘুমে ব্রেক ৷ বাংলায় বিজেপিকে সর্মথনের ঢেউ উঠেছে ৷ স্পিডব্রেকার দিদি ২৩ মে-র পর বুঝবেন সন্ত্রাস তৈরির কী ফল ৷ দেশ বলছে বাংলায় বড় কিছু হবে ৷ বাংলা বিজয়ের স্বপ্ন পূরণ হবে৷ মা, মাটি মানুষের নামে ধোঁকা দিয়েছেন দিদি ৷ পুরুলিয়ায় ফের বিজেপিকর্মী খুন হলেন৷’
এখানেই শেষ নয় একের পর এক ইস্যু তুলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যান মোদি ৷ তিনি বলেন, ‘দিদিকে চিনতে ভুল করেছিলাম ৷ প্রধানমন্ত্রী হওয়ার পর ভুল ভাঙল ৷ দিদি বাংলার ভাল করবেন বলে ভাবতাম ৷ এখন আমি ওঁকে চিনতে পেরেছি ৷’
পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের বকেয়া ও সপ্তম বেতন কমিশন না হওয়ার ইস্যু টেনে এনে মোদির কটাক্ষ, ‘গুন্ডাদের দেওয়ার টাকা আছে দিদির কাছে, কর্মচারীদের দেওয়ার টাকা নেই ৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেননি ৷ বাংলায় অত্যাচারের বিচার হবে এবার ৷’
নির্বাচনী প্রচারে ফেরদৌসকে আনা প্রসঙ্গে মোদি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বদনাম করছেন৷ তার ভাষায়, ‘অন্য দেশ থেকে এসে বাংলায় প্রচার৷ বিদেশিদের এনে প্রচার চালাচ্ছেন দিদি ৷ চেয়ার বাঁচাতে সব করতে পারেন দিদি ৷ বাংলার বদনাম করছেন পিসি-ভাইপো ৷ তোষণের রাজনীতি করছেন দিদি৷ পরীক্ষায় উত্তীর্ণরা চাকরি পাচ্ছেন না ৷ ইতিহাস মমতাকে ক্ষমা করবে না ৷’