বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মান নিয়ে নানা সময়েই শোনা গেছে অসন্তোষ। ক্রিকেটার থেকে সংগঠক, বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা প্রায়ই সমালোচনা করে থাকেন দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরের। এবার বিপিএলের মান নিয়ে ফের একদফা প্রশ্ন তুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে জানিয়েছেন, ২ মাস সময় পেলেই বদলে দিতে পারেন আসরটির চেহারা।
৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। দিন ঘনিয়ে এলেও টুর্নামেন্টটি নিয়ে মাতামাতি নেই দর্শকদের মধ্যে। এমনকি খেলোয়াড়দের মধ্যেই নেই আড়মোড়া ভাঙার লক্ষণ। যার কারণ হিসেবে বিপিএলের দায়িত্বশীলদের উদাসীনতাকেই দায়ী করছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।
গালফ ওয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব বুধবার (৪ জানুয়ারি) একদিনের জন্য বসেছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে। সম্মানসূচক এই দায়িত্ব পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেছেন বিপিএল নিয়ে। বিপিএল নিয়ে ক্ষোভের কথা জানিয়ে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল বিপিএলের প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে কী করবেন তিনি?
সাকিব বলেন, ‘আমাকে যদি (বিপিএলের) প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয়, বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ, সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।’
কাজের উদাহরণ দিয়ে সাকিব বলেন, ‘বিপিএলের সিইও হলে তো এই সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’
বিপিএলের চেয়ে বরং ঢাকা প্রিমিয়ার লিগকে এগিয়ে রেখে সাকিব বলেন, ‘এর চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগ আরও ভালোভাবে হয়। আগে থেকে দল গোছাতে পারে, আগে থেকে জানে দল কেমন হচ্ছে এবং সেভাবে কাজও করতে পারে। পরের ডিপিএলে কার কোন দল সবাই জানে। বিপিএলে তো কোনো ঠিক-ঠিকানা বুঝতে পারি না। ম্যাচ শুরু হওয়ার পর বিপিএল শুরু হয়। তার আগে সবাই যার যার মতো অনুশীলন করছে।’