ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসে শনিবার (২২ জুলাই) থেকে নিজ নিজ কর্মস্থলে ফেরার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. জাবির হোসেন।
তিনি বলেন, ‘১৬ জুলাই আমরা শাহবাগে অবস্থান কর্মসূচির পর ১৭ জুলাই বিএমএ প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাচিপের সভাপতি ডা. জামাল উদ্দিন, মহাসচিব কামরুল হাসান মিলন এবং ডিজিএমই ডা. টিটু মিয়ার সঙ্গে আমাদের প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।’
মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে— ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হবে এবং সেটা এই জুলাই মাস থেকেই, এফসিপিএস ট্রেইনিদের ভাতা প্রতি মাসে দেয়া হবে। সাপ্তাহিক ২ কর্মদিবস ছুটি দেয়া হবে এবং প্রাইভেট প্র্যাকটিসে কোনো বাধা দেয়া হবে না। আন্দোলনরত অবস্থায় একাডেমিক অনুপস্থিতির জন্য কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। জানুয়ারি থেকে আরেক ধাপ ভাতা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
এসব প্রতিশ্রুতির ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার করছেন জানিয়ে তিনি বলেন, মিটিংয়ে ওনারা আমাদের কথা দিয়েছেন, ৬ মাস পর অর্থাৎ জানুয়ারিতে আমাদের ভাতা আশানুরূপ বাড়ানো হবে এবং যত কিছুই হোক না কেন, এতে ওনারা আমাদের পক্ষে থাকবেন বলে আশ্বস্ত করেছেন।