জাতীয় দাবার ৪৮ তম আসরে খেলছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দ্বাদশ রাউন্ডে আজ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। পল্টনের দাবা ফেডারেশন কক্ষে বিকাল ৩টায় খেলার শুরু থেকে অস্বস্থি বোধ করছিলেন। প্রায় ৬টার দিকে জিয়া চেয়ার থেকে পড়েও যান। প্রতিদ্বন্দ্বী রাজীবের গাড়ীতে করেই দ্রুত বারডেম ইব্রাহিম কার্ডিয়াকে নিয়ে গিয়ে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারকে বাঁচানো যায়নি। সন্ধার ঠিক আগে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশিদ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। গ্র্যান্ডমাস্টার জিয়ার মুত্যতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রীড়াঙ্গণে।
১৯৭৪ সালে জন্ম নেয়া জিয়া ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল আর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ২৫ শো ৭০ ফিদে রেটিংও তার। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার।