হঠাৎ দাবানল ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায়। মঙ্গলবার বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বহু মানুষ। বাদ যাননি রুপোলি পর্দার তারকারাও। কেউ সমাজমাধ্যমে দেখেছেন। কেউ ছোট পর্দা থেকে জানছেন, তাঁদের বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই!
চোখের জলে ভিজে হাহাকার করছেন তাবড় হলিউডি তারকারা। জানা গিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত অভিজাত এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসের মতো তারকার বিলাসবহুল বাড়ি। সাধের বাড়ি হারিয়ে মাথায় হাত তাঁদের। সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা। যদিও এখনও স্পষ্ট নয় ঠিক কী ভাবে ছড়াল আগুন।
প্যারিস হিলটন। মালিবুতে তাঁর বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। ছোট পর্দার সরাসরি সম্প্রচার দেখে জেনেছেন সে কথা। ঝলকের কিছু অংশ সমাজমাধ্যমে ভাগ করে তাঁর হাহাকার, “এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।” তিনি আরও জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল তাঁর। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তাঁর পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ অভিজ্ঞতা ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তাঁর বাড়িও পুড়ে ছাই। কোনও মতে প্রাণে বেঁচে পরিবারের বাকিরা।
খ্যাতনামী জেমি লি কার্টিস সমাজমাধ্যমে জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ। কিন্তু তাঁদের বাড়ি রক্ষা পায়নি। তিনি কৃতজ্ঞ ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে। যাঁদের জন্য তিনি এবং তাঁর পরিবার প্রাণে বেঁচেছেন। তাঁর ভাগ করে নেওয়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তাঁরও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাক্রুদ্ধ তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও তাই ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেকে।