The news is by your side.

দাদাসাহেব ফালকে জয়ী পরিচালক শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ

0 122

 

গুরুতর অসুস্থতায় ভুগছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক শ্যাম বেনেগাল। তার দুটো কিডনিই অকেজো হয়ে পড়েছে। এতটা অসুস্থতা যে ডায়ালিসিসের জন্য হাসপাতাল যেতে পারছেন না, বাড়িতেই চলছে চিকিৎসা।

কয়েক মাস ধরে ৮৮ বছর বয়সী পরিচালকের শরীর একদম ভালো যাচ্ছে না। কিডনি জটিলতার পাশাপাশি রয়েছে বার্ধক্যজনিত সমস্যা।

বয়স বাড়লেও চলচ্চিত্র নিয়ে শ্যাম বেনেগালের চিন্তা ও পরিকল্পনায় কোনো ছেদ পড়েনি। তার সর্বশেষ প্রজেক্ট হলো ‘মুজিব: একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। বেশ আগে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। যার নাম ভূমিকায় আছেন আরিফিন শুভ।

শ্যাম বেনেগালের অসুস্থতা নিয়ে তার পরিবারের তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

পাঁচ দশক জুড়ে সিনেমার সঙ্গে যুক্ত শ্যাম বেনেগাল। তার প্রথম ছবি ১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘অঙ্কুর’। ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’-এর মতো জাতীয় পুরস্কারজয়ী ছবি আছে তার প্রোফাইলে। পেয়েছেন পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননা। ২০০৫ সালে পান চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে।

Leave A Reply

Your email address will not be published.