The news is by your side.

 ‘দশম অবতার’:  জয়ার চুমুর দৃশ্য নিয়ে আলোচনা

0 246

 

 

পাঁচ বছর বিরতির পর সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করলেন জয়া আহসান। সে কারণে এই ছবি ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

ছবির নাম ‘দশম অবতার’। কলকাতার এই ছবিতে একটি চুমুর দৃশ্যে দেখা গেছে তাকে। তাতেই আবারও আলোচনায় চলে আসেন এ তারকা।

এরই মধ্যে এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা যায়, কলকাতা শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। খুন করার পর কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদান রেখে যাচ্ছে। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নেমেছেন পুলিশ কর্মকর্তারা।

৩ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে একটি দৃশ্যে চুমু খেতে দেখা যায় অনির্বাণ ও জয়াকে। ট্রেলার প্রকাশের পর থেকেই চুমুর দৃশ্যটি নিয়ে চলছে আলোচনা। জয়ার এমন অভিনয়ের যেমন প্রশংসা হচ্ছে, তেমন সমালোচনাও করছেন অনেকেই।

ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী জয়া আহসান। তিনি বলেন, দুর্গাপূজা ও সৃজিত মুখার্জির ছবি— দুটিই খুব ভালো কম্বিনেশন। এবার পূজায় তিনি নিয়ে আসছেন দশম অবতার। অনেক দিন পর পূজায় আমার সিনেমা মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শকের খুব ভালো লাগবে।

Leave A Reply

Your email address will not be published.