The news is by your side.

দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যার্থ সাকিব

0 183

মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলেই সাকিব আল হাসান চলে যান বাংলাদেশে। সেখানে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে কাজ করেন তিনি। দ্বিতীয় দিনে ব্যাটিং অনুশীলনের পর মিরপুরের ইনডোর থেকে বের হওয়ার সময় দেশের ক্রিকেট সমর্থকরা তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ বলতে থাকেন। ওখানেই শেষ নয়, ইডেন গার্ডেন্সে আউট হয়ে সাজঘরে ফেরার পথেও দর্শকদের কাছ থেকে এমন দুয়োধ্বনি শুনতে হয়েছে বাংলাদেশের অধিনায়ককে।

দর্শকদের থেকে এরকম আচরণে হতাশ সাকিব। যদিও তিনি বলেছেন দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় এই দুয়োধ্বনি তাদের প্রাপ্য। নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানে হারের পর বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা শেষ। তাই সাকিব নিজেও হতাশ। দর্শকদের হতাশা স্বাভাবিক আখ্যা দিয়ে শনিবার ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘হতাশাজনক। তারা (দর্শকরা) আসলে প্রত্যাশা করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে, তাদের মতো করে বলার। তাদের প্রতি আমার কোনও অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি, এটা আমরা ডিজার্ভ করি।’

নেদারল্যান্ডসের বিপক্ষে হার নিয়ে সাকিব বলেছেন, ‘আমি আপনার সঙ্গে শতভাগ একমত (প্রচণ্ড বাজে ফিল্ডিং)। এটা অস্বীকার করতে পারি না। আমরা ফিল্ডিংয়ে স্লপি ছিলাম। দুর্দান্ত বোলিং করেছি। আমরা যেভাবে ব্যাটিং করতে পারি সেভাবে আমরা পুরো টুর্নামেন্টে ব্যাটিং করতে পারিনি। এটা বড় ভাবনার বিষয়। আজ সেরকমই একটি দিন ছিল। যেখানে আমরা নিজেরাই ডাচদের ২ পয়েন্ট দিয়েছি। খুব কঠিন হয়ে যাচ্ছে সমস্যার সমাধান করা। হজম করাও কঠিন হয়ে যাচ্ছে। এগুলো ক্রিকেটে হতে পারে। তবে তারা যেভাবে বোলিং করেছে তাদের কৃতিত্ব দেওয়া উচিত। তারা খুব শৃঙ্খল ছিল। আমরা খুব বাজে শট খেলেছি।’

 

 

 

Leave A Reply

Your email address will not be published.